সাজ-সজ্জা

ঘরের ভেতর কী কী গাছ লাগাতে পারেন জানেন কি?

বড় শহরে বেশিরভাগ লোকজনই ফ্ল্যাটে বাস করতে অভ্যস্ত | বাড়ির সামনে বাগান তাই অনেকের কাছেই স্বপ্ন | কিন্তু এমন অনেক গাছপালাই আছে যা ফ্ল্যাটে লাগানো যায় |এর জন্য আপনার বড় ব্যালকনি বা ছাদেরও দরকার নেই | ইনডোর প্ল্যান্টস শুধু দেখতে সুন্দর লাগে তাই নয়‚ একই সঙ্গে এই গাছপালা ঘরের ভিতরের ক্ষতিকারক গ্যাস এবং দূষিত পদার্থের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখে |

Formaldehyde, Volatile Organic Compounds (benzene and trichloroethylene or TCE), Airborne Biological Pollutants, Carbon Monoxide and Nitrogen Oxides, Pesticides and Disinfectants (phenols), and radon সাধারণত ঘরের ভিতরের এইসব দূষিত পদার্থ পওয়া যায় | এর থেকে অ্যালার্জি‚ মাথা ব্যথা‚ ক্লান্তি ভাব‚ নার্ভাস সিস্টেমের ডিসওর্ডার হতে পারে | শুধু তাই নয় মারাত্মক ক্যান্সার অবধি হতে পারে |

আজকে রইলো দশটা ইনডোর গাছের হদিস যা ঘরের ভিতরে উপস্থিত Formaldehyde, Benzene, Carbon Monoxide কে মিটিয়ে ফেলতে সাহায্য করে :

১) এরিকা পাম (Chrysalidocarpus lutescens) : এই গাছের আরেক নাম বাটারফ্লাই পাম | খুব সহজেই এই গাছ পাওয়া যায় | খুব একটা দেখভালেরও দরকার পড়ে না | তবে এই গাছ আর্দ্রতা পছন্দ করে এবং এই গাছ ১০-১২ ফুট অবধি লম্বায় বাড়তে পারে |

২) লেডি পাম (Rhapis excelsa) : খুব সহজেই এই গাছ ঘরের ভিতর রাখা যায় | খুব একটা রোদেরও দরকার পড়ে না এই গাছের | একই সঙ্গে সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায় |

৩) বাম্বু পাম (Chamaedorea seifrizii) ; এই গাছের আর এক নাম ‘ রিড পাম ‘ | এই গাছের সরাসরি রোদ্দুর লাগে না | তাই সহজেই ঘরের মধ্যে রাখতে পারেন | তবে গাছের গোড়া সব সময় যেন আর্দ্র থাকে এটা খেয়াল রাখতে হবে |

৪) রাবার গাছ (Ficus robusta) : ঘরে ভিতর খুব সহজেই এই গাছ রাখা যায় | খুব একটা রোদ্দুরেরও দরকার পড়ে না এই গাছের |

৫) ড্রাকাইনা বা জ্যানেট ক্রেগ (Dracaena deremensis) : কোন রকম ঝামেলা ছাড়াই এই গাছ ঘরের মধ্যে রাখা যায় | কম আলো‚ কম জল সব পরিবেশের সঙ্গে এই গাছ নিজেকে মানিয়ে নিতে পারে |

৬) পিস লিলি (Spathiphyllum) : এই গাছ সহজে মরে না | খুব কম রোদ্দুর লাগে | শুধু গাছের গোড়া সব সময় ভিজে থাকলে ভালো হয় | এই গাছে আবার খুব সুন্দর সাদা ফুলের মতো পাতাও হয় |

৭) অ্যালো ভেরা (Aloe Barbadensis Miller) : এই গাছ ঘরের ভিতরের পরিবেষকে দূষণ মুক্ত করে একই সঙ্গে নিয়মিত এই গাছের জেল লাগালে চুলের ও চামড়ার উন্নতি ঘটে |

৮) ইন্ডিয়ান ব্যাসিল (Ocimum tenuiflorum) : বা তুলসী গাছ ঘরে খুব সহজেই রাখা যায় | খুব একটা যত্নেরও দরকার হয় না এই গাছের | পুজোয় কাজে লাগা ছাড়াও এই গাছের বিভিন্ন মেডিসিনাল প্রপার্টি আছে | এছাড়াও বাতাসকে পরিষ্কার রাখে এই গাছ |

৯) স্পাইডার প্ল্যান্ট (Chlorophytum comosum) : এই গাছ দেখতেও সুন্দর একই সঙ্গে বাতাস ফ্রেশ এবং দূষণমুক্ত করে | সরু সাদা সবুজ ডোরাকাটা গাছের পাতার জন্য এমন নমকরণ হয়েছে এই গাছের | খুব একটা যত্ন আত্তি ছাড়াই এই গাছে ঘরের মধ্যে রাখা যায় |

১০) স্নেক প্লান্ট (Sansevieria trifasciata) : এই গাছের উপযুক্ত জায়গা হলো বাথরুম | কারণ এই গাছ সহজেই Formaldehyde কে ফিল্টার করতে পারে | নাসার বিজ্ঞানীরা এই গাছকে Top Air-purifying Plant-এর স্বীকৃতি দিয়েছে | শুধু তাই নয় কোনরকম যত্ন ছাড়াই এই গাছ ঘরে রাখা যায় |

এম ইউ


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য