পরিষ্কার পরিচ্ছন্নতার এই কৌশলগুলো আপনি জানেন কি? (প্রথম পর্ব)
বাথরুম, রান্নাঘর যত পরিষ্কার করুন না কেন, এর আনাচে কানাচে ময়লা, দাগ রয়ে যায়। এই ময়লা পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য। এই ময়লা দূর করা এখন আর কঠিন হবে না। সহজ কিছু কৌশল আপনার পরিষ্কার কাজকে করে তুলবে একদম সহজ।
১। বাথরুমের শাওয়ার হেড ময়লা জমে জং ধরে যায়। এই জং, কালো দাগ দূর করা বেশ কঠিন। একটি প্যাকেটে সাদা ভিনেগার ভরে সেটি দিয়ে শাওয়ার হেড পেঁচিয়ে রাখুন। সারারাত এইভাবে রেখে দিন। পরের দিন প্যাকেটটি ফেলে দিন। আর দেখুন শাওয়ার একদম ঝকঝকে হয়ে গেছে।
২। কাঠের টেবিলে চা বা পানির দাগ পড়ে যায় অনেক সময়। শুকিয়ে গেলে এই দাগ তোলা কঠিন হয়ে পড়ে। হেয়ার ডায়ার সাহায্য করবে এই দাগ তুলতে। দাগের উপর হেয়ার ড্রায়ার দিয়ে স্প্রে করে নিন। দাগ নরম হয়ে আসলে মুছে ফেলুন।
৩। হাঁড়ি পাতিলের পোড়া দাগ তুলতে পানির মধ্যে এক কাপ ভিনেগার দিয়ে জ্বাল দিন। কয়েক মিনিট জ্বাল হয়ে গেলে এতে সাবধানে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ফেলুন। ব্যস দাগ খুব সহজে উঠে আসবে।
৪। গ্রিল পরিষ্কার করার জন্য একটি ভেজা তোয়ালে ব্যবহার করুন। একটি ভেজা তোয়ালে গ্রিল মেশিনের উপর দিয়ে রাখুন। তারপর ঢাকনাটা বন্ধ করুন। তোয়ালেতে গ্রিলের সব ময়লা চলে আসবে।
৫। কাপড়ে রং এবং উজ্জ্বলতা ধরে রাখার জন্য এক কাপ বেকিং সোডা ডিটারজেন্টের সাথে মিশিয়ে নিন। এটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
৬। চুলার চারপাশের তেল চিটচিটে দাগ পড়ে। এই দাগ দূর করার জন্য কয়েক ফোঁটা ভেজিটেবল অয়েল একটি পেপার টাওয়েলে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে তেল চিটচিটে দাগ দূর হয়ে গেছে।
৭। একটি পাত্রে অ্যামোনিয়া ঢেলে সেটি ওভেনে সারা রাত রেখে দিন। ওভেন যেন চালু না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। পরের দিন একটি কাপড় দিয়ে ওভেনের ভিতর মুছে ফেলুন। অ্যামোনিয়া ওভেনের ভিতরে থাকা জীবাণু দূর করে দেয়।
এম ইউ