ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে তৈরি করুন দারুন শো-পিস (ভিডিও সংযুক্ত)
টয়লেট পেপার ব্যবহার শেষে এর রোলটি কি করেন? ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন! টয়লেট পেপারের রোলটি ফেলে দেওয়া আছে আর কি করার আছে! এই ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে তৈরি করে নিতে পারেন দারুন দেয়াল শো পিস। নিজের পছন্দ মত রঙে পছন্দমত নকশায় তৈরি করে নিতে পারেন শো পিস। আপনার ঘরে দেয়ালের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে এই শো পিস। আসুন তাহলে জেনে নেওয়া যাক টয়লেট পেপার রোল দিয়ে শো পিস তৈরির উপায়টি।
যা যা লাগবে:
টয়লেট পেপার রোল
পছন্দমত রং
কাঁচি
আইকা
ব্রাশ
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে একটি টয়লেট পেপার রোল নিয়ে তার মাঝে কেটে দুই টুকরো করে নিন। এবার এই দুই টুকরো থেকে আরও দুই টুকরো করে কেটে নিন।
২। তারপর এই চার টুকরো নিয়ে ফুলের আকৃতি করে নিন। এবার চার টুকরো পাপড়ির মত করে আঠা দিয়ে লাগান। দেখতে যেন চার পাপড়ি ফুলের মত হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
৩। একইভাবে বাকী টয়লেট পেপার রোল দিয়ে কিছু ফুল তৈরি করে নিন। যে কয়টা আপনি চান সে কয়টি তৈরি করে নিন।
৪। সবগুলো ছোট ছোট ফুল একত্রিত করে একটি নকশা তৈরি করে নিন। এবার সেই পছন্দ মত রং করে নিন।
৫। ব্যস তৈরি হয়ে গেল দারুন সুন্দর দেয়াল শো পিস।
দেয়ালের যেকোন স্থানে লাগিয়ে ফেলুন এই শো পিসটি।
সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে
এম ইউ