জামালপুর

জামালপুরে আ.লীগের ১৬ নেতাকে বহিষ্কার

জামালপুর, ০১ নভেম্বর – ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে অবস্থান এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সুত্রে জানাগেছে।

সোমবার জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি গণমাধ্যমে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত নেতারা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল বারী, সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি, দপ্তর সম্পাদক শেখ ফকরুল হুদা পিপুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দুদু, কোষাধ্যক্ষ ফজলুল হক, ৩নং লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ফকির, সদস্য আব্দুল হাকিম, ১০নং শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শমসের আলী কালু, সদস্য রফিকুল ইসলাম কাজল, কেন্দুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম লিটু, সাধারণ সম্পাদক মমিনুর রহমান খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও লক্ষ্মীরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান বলেন, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় দলের গঠনতন্ত্র মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ নভেম্বর ২০২১


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য