দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীকে পুড়িয়ে হত্যা, সিলেটের দুজনের জামিন হয়নি
কেপ টাউন, ২৭ জানুয়ারি – দক্ষিণ আফ্রিকায় রেজাউল আমিন মোল্লা নামে এক বাংলাদেশিকে অপহরণ করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযোগে আটক চার বাংলাদেশির জামিন নামঞ্জুর করেছেন দেশটির কোয়াখাপন্টিন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত। এ চারজনের মধে্যে সিলেট ও সুনামগঞ্জের দুজন রয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর জোহানেসবার্গের অদূরে ফেরিনাখানের ফান্ডারবিলি থেকে চার বাংলাদেশি রেজাউলকে অপহরণ করে। এরপর পান্ডাভিল পার্কে ২৫ ডিসেম্বর পর্যন্ত তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য অমানুষিক নির্যাতন করা হয়। পরদিন ২৬ ডিসেম্বর রাতে রেজাউলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
অপহরণ ও খুনের সঙ্গে জড়িত চার বাংলাদেশি হলেন- সিলেটের নোমান, দক্ষিণ সুনামগঞ্জের আল আমিন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিহাব ও সোলায়মান। এদের মধ্যে নোমানের ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে পরিত্যক্ত স্থানে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় রেজাউলকে।
গত বছরের ৩০ ডিসেম্বর স্থানীয় পুলিশ রেজাউল আমিনের কঙ্কাল উদ্ধার করে। সম্প্রতি তার আগুনে পুড়ে যাওয়া হাড় ও মাথার খুলি উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকায় আরও বেশ কয়েকটি অপহরণ ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে বাংলাদেশিদের নিয়ে কাজ করা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এস এইচ মোহাম্মদ (মোশাররফ)।
এন এইচ, ২৭ জানুয়ারি