স্পেন

ডাকযোগে পাসপোর্ট প্রদান করবে স্পেনে বাংলাদেশ দূতাবাস

ইসমাইল হোসাইন রায়হান

মাদ্রিদ, ৪ নভেম্বর- করোনার প্রাদুর্ভাব দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় পুনরায় লকডাউন ঘোষণা করে স্পেন সরকার। প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা সচল রাখার লক্ষ্যে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে ডাকযোগে পাসপোর্ট গ্রহণ পদ্ধতি চালু করা হয়।

মাদ্রিদ এবং বার্সেলোনা ব্যতীত স্পেনের দূরবর্তী সব এলাকার ক্ষেত্রে ডাকযোগে পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড ডাকে (অবশ্যই ট্র্যাকিং নংসহ) ডাক মাশুল পরিশোধপূর্বক দুটি খাম পাঠাতে হবে। মূল খামের ভেতর ফেরত খাম ঢুকিয়ে মূল খাম first secretary, Embajda de Bangladesh, Calle Manual Maranon 13.Madrid 28043 এই ঠিকানায় পাঠাতে হবে।

ফেরত খামে নিজের বাসার আবাসিক ঠিকানা লিখে দিতে হবে এবং অবশ্যই মূল খামে বর্তমান পাসপোর্ট এবং মূল ডেলিভারি স্লিপ দিয়ে দিতে হবে। যে কোন প্রয়োজনে দূতাবাসের নাম্বারে (914019932) অফিস সময় (সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা) কথা বলা যাবে। ফেসবুক ম্যাসেন্জারে মেসেজ পাঠিয়েও যোগাযোগ করা যাবে।

উপরোক্ত নিয়মের বাইরে অন্য কোনো এজেন্সি বা কুরিয়ার মারফত খাম প্রেরণ করলে ডেলিভারি স্লিপসহ পুরনো পাসপোর্ট না পাঠালে অথবা ট্র্যাকিং নম্বর ছাড়া খাম পাঠালে পাসপোর্ট ডেলিভারি দেয়া হবে না বলে জানানো হয় দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে।

আর/০৮:১৪/৪ নভেম্বর


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য