যশোর

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৩ দিন

যশোর, ১৬ মার্চ – জাতীয় শিশু দিবস ও শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে তিনদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২০ মার্চ) সকাল থেকে আবারো এ পথে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্দর সূত্র জানায়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ১৯ মার্চ শবে বরাতের ছুটি। মধ্যে একদিন ১৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে তিনদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমও তিনদিন বন্ধ থাকবে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ মার্চ


Back to top button