যুক্তরাজ্য

গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী বিনু আর নেই

মুন‌জের আহমদ চৌধুরী

লন্ডন, ১৪ এপ্রিল – ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গা‌নের রচয়িতা, ব্রিটে‌নে বসবাসরত বাংলা‌দে‌শের বর্ষীয়ান সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী বিনু মারা গেছেন (ইন্না লিল্লা‌হি…রা‌জিউন)। তার বয়স হয়েছিল ৪৭ বছর। বুধবার (১৩ এপ্রিল) তিনি লন্ড‌নে মারা যান।

পা‌রিবা‌রিকভা‌বে আবদুল গাফফার চৌধুরীর ঘ‌নিষ্টজন, ব্রিটে‌নের সাংস্কৃ‌তিক সংগঠক ইয়াস‌মিন মাহমুদ প‌লিন ব্রিটে‌নের বুধবার লন্ডন সময় রাত সাড়ে ১০টার দি‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

তি‌নি বলেন, বাবা গাফফার চৌধুরীর দেখভাল বিনীতা চৌধুরীই কর‌তেন। বিনীতা ক‌্যান্সা‌রে ভুগ‌ছি‌লেন। বয়সজ‌নিত নানা রো‌গাক্রান্ত আবদুল গাফফার চৌধুরী‌কে আল্লাহপাক যেন সন্তান হারানোর এই কঠিন শোক সহ‌্য করার শক্তি দেন।

বিনুর জানাজা ও দাফ‌নের সময়সূচি এখনও নির্ধারণ হয়‌নি।

উল্লেখ‌্য, ৮৭ বছর বয়সী গাফফার চৌধুরী ১৯৭৪ সালের অক্টোবর থে‌কে ব্রিটে‌নে বসবাস কর‌ছেন।

এম এস, ১৪ এপ্রিল


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য