এক ‘সন্দেহভাজনের’ জন্য অবরুদ্ধ ১৩০০০০ ফিলিস্তিনি!
জেরুজালেম, ১২ অক্টোবর – পূর্ব জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনের শুয়াফাত শরণার্থী ক্যাম্প এখনও ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। এখনও সেখানকার স্কুল ও দোকানগুলো বন্ধ আছে।
বুধবারও শ্রমিকদের কাজে যেতে দেওয়া হয়নি। এই শরণার্থী ক্যাম্পে এক লাখ ৩০ হাজারের মতো ফিলিস্তিনি বাস করে। তাদের চারপাশ আগে থেকেই দেয়ালে ঘেরা। আর বের হওয়ার দু’টি গেটেও সবসময় থাকে ইসরায়েলি তল্লাশি চৌকি।
শনিবার রাতে ক্যাম্পের প্রধান তল্লাশি চৌকিতে বন্দুক হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকেই সেই গেট দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্যাম্পটি।
এখন পর্যন্ত ইসরায়েলি সেনারা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে ১১ জনকে আটক করেছে। তবে এখন তারা সন্দেহভাজন আরও একজনের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে। যার বয়স ২২ বছর, নাম উদে তামিমি।
ইসরায়েলের এমন আচরণে ক্ষুব্ধ ক্যাম্পের বাসিন্দারা দ্রুত এই অবরুদ্ধ অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। ক্যাম্পের শিক্ষা ও স্বাস্থ্য দেখাশুনার কাজে নিযুক্ত জাতিসংঘের সংস্থা ইউএআরডিব্লউএ বলছে, ইসরায়েলের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংস্থাটির মুখপাত্র কাজেম আবু খালাফ বলেন, ‘আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক স্বাস্থ্য সেবা কোথাও বিঘ্নিত হচ্ছে, কোথাও আবার পুরোপুরি বন্ধ আছে।’
সূত্র: আল জাজিরা
এম ইউ/১২ অক্টোবর ২০২২