দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী, ৩০ অক্টোবর – দক্ষিণ আফ্রিকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজের দোকানে এ ঘটনা ঘটে।

আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।

রোববার দুপুরে নিহতের বড়ভাই মোহাম্মদ সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় আব্দুর রহিম। সেখানেই সে বিয়ে করেছে। আফ্রিকার উজালা অঞ্চলে দোকান দিয়ে ব্যবসা শুরু করে। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে আবার আফ্রিকায় ফিরে যায় রহিম। শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ায় কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যায় তারা।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার স্ট্রেকস্প্রিট শহরে আবদুর রহিমের আরও দুই ভাই ব্যবসা করতেন। এর মধ্যে ২০১৫ সালে আবদুর রহিমের এক ভাইকে (মো. তবারক আলী) হত্যা করে সন্ত্রাসীরা। ছোটভাই মোবারক আলীর দোকান রয়েছে এই শহরে।

সূত্র: যুগান্তর
আইএ/ ৩০ অক্টোবর ২০২২


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য