চট্টগ্রাম

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন

চট্টগ্রাম, ৩১ অক্টোবর – ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে এক যুবককে খুন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খাজা রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার মো. শরীফের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাবিকুলকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুই জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

রাকিবকে হাসপাতালে নিয়ে যান মো. সাহেদ নামের একজন। তিনি বলেন, ‘নগরের খাজা রোড খরমপাড়ায় মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে ছিলেন রাকিবুল। সেখান থেকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারে তাকে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সূত্র: বিডি প্রতিদিন
এম ইউ/৩১ অক্টোবর ২০২২


Back to top button