কানাডা

টরন্টোতে বর্ণাঢ্য সম্মিলিত বিজয় উৎসব ২০২২ উদযাপিত

টরন্টো, ১৯ ডিসেম্বর – “সাম্য, সম্প্রীতি কলরবে এসো জাগি বিজয়ের উৎসবে ” এই শ্লোগান নিয়ে গত ১৭ ডিসেম্বর শনিবার স্থানীয় একটি মিলনায়তনে ( ১৬ দোম এভিনিউ) সন্ধ্যে থেকে মধ্যরাত পর্যন্ত টরন্টোর ৬টি সংগঠনের অংশগ্রহণে এবারের বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়। টরন্টোর ধারাবাহিক সাংস্কৃতিক চর্চায় এই সম্মিলিত উৎসব একটা নতুন মাত্রা পেয়েছে বলে উপস্থিত দর্শকশ্রোতার নজর কেড়েছে এবং ভূয়সী প্রশংসা পেয়েছে। বিশেষ করে খেলাঘরের ক্ষুদে কলাকুশলীদের পরিবেশনা দর্শক নন্দিত হয়।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বৃহত্তর টরন্টো প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন উপস্থিতিতে একাত্তর ও বিজয়ের চেতনায় বিভিন্ন সংগঠনের নানান সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে – খেলাঘর কানাডা, উদীচী শিল্পী গোষ্ঠী অব ক্যানাডা, অন্যস্বর ও অন্যথিয়েটার- টরন্টো, আলো দিয়ে যাই, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ও বাচনিক।

বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ ডলি বেগম এমপিপি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীর অভিজ্ঞান পত্র প্রদান করেন।

অনুষ্ঠানে ট্রেজার ৭১ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল দাশের সার্বিক তত্ত্বাবধানে।

আলো দিয়ে যাই আয়োজন করে বই বিনিময় কর্মসূচি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন বিশিষ্ট তবলা শিল্পী তানজির আলম রাজিব। শব্দ নিয়ন্ত্রণ করেন ডিজে ইমন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা আহমেদ এবং আহমেদ হোসেন।

এন এ/ ১৯ ডিসেম্বর


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য