টরন্টোতে বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন সংবর্ধিত
টরন্টো, ২১ ডিসেম্বর- মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়রে মাননীয় মন্ত্রী জনাব মোঃ: শাহাব উদ্দিন (এম, পি) মহোদয়ের টরন্টো আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো, অন্টারিও, কানাডা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
গত ১৮ই ডিসেম্বর, ২০২২ রবিবার সন্ধ্যা ৫-০০ ঘটিকায় ৭৪ ফারভ্যালি কোর্টের ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের বিপুল উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তার সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অন্টারিও প্রাদেশিক সংসদের সাংসদ ডলি বেগম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনস্যাল জেনারেল মোঃ লুৎফর রহমান, মিশিগান বড়লেখা সমিতির সভাপতি বদর উদ্দিন, বাংলাদেশ পুলিশ সাবেক আই জি পি ( Prison) মেজর জেনারেল ইফতেখার।
অনুষ্ঠানের প্রারম্ভে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা প্রধান অতিথিকে পুষ্পস্তবক প্রদান করেন। পর্যায়ক্রমে বৃহত্তর সিলেটের অন্যান্য সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন, সিলেট সদর এসোসিয়েশন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো ও স্টার মুভমেন্ট বাংলাদেশের পক্ষে মোস্তাক চৌধুরী প্রধান অতিথিকে পুষ্পস্তবক প্রদান করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বক্তব্য পর্বের প্রথমেই সঞ্চালক আমন্ত্রিত অতিথিদেরকে পরিচয় করিয়ে দেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস চৌধুরী , মোহাম্মদ আব্দুর রব, শক্তি দেব, মিলন আহমেদ, বিদ্যুৎ রঞ্জন দে, রানা দেব রায়, ড: সুশীতল চৌধুরী, অধ্যাপক আতাউর রহমান, সাংবাদিক নজরুল মিন্টো, ব্যারিষ্টার ওয়াসীম আহমেদ, আব্দুল মোমিত, জসিম চৌধুরী, মাহবুবুল ইসলাম, ইমরুল ইসলাম, শংকর দে, সৈয়দ মাহবুব, তোফাজ্জল আলী, কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, মোঃ: মইজ উদ্দিন, ফারহানা শান্তা, রহুল কুদ্দুস চৌধুরী, মানিক আহমদ, তাফাছিন আহসান চৌধুরী, নজরুল আহমেদসহ মৌলভীবাজার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তাদের কয়েকজন মন্ত্রীমহোদয় সমীপে মৌলভীবাজার জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অনুরোধ রাখেন।
প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি মৌলভীবাজার জেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুর রহিম দাদুল, সুদীপ সোম রিংকু, আব্দুর জব্বার, ছইফ উদ্দিন, মাসুক আহমদ, মোঃ: মিয়া, মৌলভীবাজার জেলা এসোসিয়েশন এর সারওয়ার মোস্তফা (সহ সভাপতি), ময়নুল ইসলাম(সহ সভাপতি ), বিজয় রায় (সহ সভাপতি),জুটন তরফদার (সহ সভাপতি), এবং সদস্য আবদুল আলীম, তাওহিদুল ইসলাম, মো: মনসুর আলী, জাহানারা নাসিমা, তাহমিনা আকতার চৌধুরী, নিশাত নওরীন, ছায়মন আহমদ, তাজুল ইসলাম, ওলিউর রহমান ওলি, ময়নুল হোসেন, ইকবাল আহমদ প্রমুখ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব ফায়জুল করিম, মাসুদ আলী লিটন, খালেদ শামীম , গোলাম সারওয়ার, ক্যান-বাংলা অনলাইন টিভির – সিইও ড: হুমায়ুন কবির, ছাদ চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী দুলু, মাহবুব চৌধুরী রনি, মুজিবুল হক, মকবুল হোসেন মঞ্জু, আব্দুল হামিদ, সুকোমল রায়, ফারুক উদ্দিন, মেহেদী মারুফ, মনসুর আহমদ, এডভোকেট কামরুল ইসলাম, সাব্বির চৌধুরী লিটন, জুবায়ের হোসেন, শামীম মিয়া, এবাদ চৌধুরী, সবুজ চৌধুরী টিটু, শাকিল আহমদ, এজাজ চৌধুরী, সাহাব উদ্দীন, টুনু মিয়া, জামাল উদ্দীন নুনু, বাবুল মিয়া, আব্দুল কাদির পারভেজ ও তারেক আহমেদ প্রমুখ।
এন এ/ ২১ ডিসেম্বর