কানাডা

টরন্টোতে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার লেখক ও সাংবাদিকদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

টরন্টো, ২৩ জানুয়ারী – গত ২২ জানুয়ারী ২০২৩ টরন্টোর স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার কবি, সাহিত্যিক, লেখক এবং টরন্টোর বাংলা পত্রিকার সম্পাদক ও বাংলা টিভি চ্যানেলের প্রধান নির্বাহীদের সমন্বয়ে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

শুরুতে সংগঠনের সভাপতি কবি মৌ মধুবন্তী আগত অতিথিদের গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শেষমুহুর্তে আমাদের উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের অনেকেই আজকের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি’। এই পরিস্থিতিতে যে সকল লেখক ও সাংবাদিকগন কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর সংগঠনের সচিব লেখক আলী আজগর খোকন একে একে নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টামন্ডলীর সকল লেখককে পরিচয় করিয়ে দেন। তিনি,বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার ২০২৩ সালের কর্মসূচি সকলকে অবহিত করেন। এগুলো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস,রাইটটার্স ক্লাব কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক লেখক দিবস, বাংলা নববর্ষ উদযাপন। এবং টরন্টোতে একটি লেখক সমাবেশ আয়োজন করা হবে৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার উপদেষ্টা লেখক ও অধ্যাপক স্বপন বিশ্বাস ও বিশিষ্ট চারুশিল্পী সৈয়দ ইকবাল। কার্যনির্বাহী পরিষদের সর্বলেখক মোয়াজ্জেম খান মনসুর, জালাল কবির, নয়ন হাফিজ, হোসনে আরা জেমী ও ড. আবদুল হাই সুমন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টরন্টোর প্রথম বাংলা পত্রিকা দেশে বিদেশের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং দেশে বিদেশে টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব নজরুল ইসলাম মিন্টো বাংলা কাগজ পত্রিকার সম্পাদক জনাব মনিষ রফিক এবং ভোরের আলো ও প্রবাসী টিভির জনাব দীন ইসলাম প্রমুখ।

সবশেষে আনন্দঘন পরিবেশে সকলে মিলে কেক কেটে নৈশভোজে যোগদান করেন।


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য