যূক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা এফবিসিসিআই’র গুডউইল আ্যম্বাসেডর

নিউইয়র্ক, ০৩ ফেব্রুয়ারি – নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহাকে যুক্তরাষ্ট্রে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন “দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। তাদের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য বিজনেস সামিটকে সাফল্যমণ্ডিত করার জন্য এমন আরো ১৫টি দেশে গুডউইল অ্যাম্বাসেডর নিয়োগ দেয়া হয়েছে।

এফবিসিসিআই জানায়, বিশ্বজিত সাহা আমেরিকা প্রবাসী নিউইয়র্কে বসবাসরত একজন সমাজসেবী। তিনি আন্তর্জাতিক বলয়ে ২১ উদযাপন, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে দীর্ঘ ৩২ বছর অবদান রেখে চলেছেন। তিনি ১৯৯২ সাল থেকে জাতিসংঘ সদর দফতরের সামনে একুশ উদযাপন ও উত্তর আমেরিকায় বাংলা বইমেলার প্রচলন করেন। সার্বিক অবদানের জন্য তাকে আমেরিকার গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

সূত্র: ইউএসএনিউজ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য