কানাডা

টরন্টোতে বাংলাদেশী পণ্যমেলা শুরু ৬ অক্টোবর

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – কানাডা ও বাংলাদেশের মধ্যে বানিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বী-পাক্ষিক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে গত ৭ ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) আয়োজিত “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান।  এ বছরের ৬,৭ ও ৮ অক্টোবরে কানাডার টরন্টোতে অনুস্ঠিত হতে যাচ্ছে এই বাণিজ্য উৎসব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বলেন, “বিদেশী বিনিয়োগ বৃদ্ধি করে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য সেক্টরেও গুরুত্ব দিয়ে প্রবাসীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এই ধরণের আয়োজন কানাডা ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য উন্নয়ণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।  বাংলাদেশে বর্তমানে ১০০টির বেশী অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারে।“

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর পক্ষে উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রনালয়ের ডিজি (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম।  সেখানে দুই দেশের বানিজ্যিক সম্পর্ক উন্নয়নে এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি পারভেজ আহমেদ, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারজানা আলী এবং সংগঠনের সকল পরিচালকের পরিচিতি পর্ব তুলে ধরেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আজাদ।

বিশেষ অতিথি বাংলাদেশস্থ কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলস এর পক্ষে সিনিয়র ট্রেড কমিশনার অ্যাঞ্জেলা ডার্ক স্বাধীন বাংলাদেশকে প্রথমদিককার স্বীকৃতি দানকারী রাষ্ট্র হিসাবে কানাডার কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ণে আশাবাদ ব্যক্ত করেন।

সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী বু আব্দুল্লাহ তার সংক্ষিপ্ত বক্তব্যে এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন তার বক্তব্যে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলার রফতানি করার লক্ষমাত্রাকে সামনে রেখে বিনিয়োগকারীদের সব ধরণের সুবিধা দিয়ে উৎপাদন, রফতানি ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের কার্যক্রম উল্লেখ করে পোশাকশিল্পের পাশাপাশি দেশের আইসিটি, স্বাস্থ্য, ওষুধ শিল্প, অটোমোবাইলসহ বিভিন্ন খাতেও বিনিয়োগে আহবান জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সারা বিশ্বে পোশাক শিল্পে বাংলাদেশের বর্তমান অবস্থান তুলে ধরে পরবর্তীতে শীর্ষস্থান ধরে রাখার জন্য বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশের বিনিয়োগকারী ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান

আবুধাবীর কানাডা বিজনেস কাউন্সিলের সভাপতি ধিয়া হুসেন এই উৎসবের মূল প্রতিপাদ্য বিস্তারিত তুলে ধরেন।  “কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩” এর চেয়ারম্যান আরিফ রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ উৎসবে সমূহ সম্ভাবনার কথা তুলে ধরেন এবং অনলাইনে রেজিস্ট্রশন করার মাধ্যমে অংশগ্রহণ করার আহবান জানান।   সিবিসিসিআই এর প্রাক্তন সভাপতি আবু জুবায়ের দারা’র সমাপনী বক্তব্য এবং একাধিক বিনিয়োগ-চুক্তি স্বাক্ষরের শেষে বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ী ও অতিথিবৃন্দ আঁখি আলমগীর ও স্বপ্নিল সজীবের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য