কানাডা
আইনি জটিলতায় কানাডায় নিহতদের মরদেহ পাঠাতে বিলম্ব হচ্ছে
টরন্টো, ২৩ ফেব্রুয়ারি- কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি যথাক্রমে আরিয়ান আলম, শাহারিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈর মরদেহ আইনি জটিলতায় ঢাকায় পাঠাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন আরিয়ানের বড় বোন সানজিদা আলম।
তিনি বলেন, এ দুর্ঘটনায় কানাডায় পুলিশ কেইস হয়েছে। ফলে আইনি জটিলতা শেষ না হওয়া পর্যন্ত মরদেহ বাংলাদেশে নেওয়ার অনুমতি দিচ্ছে না স্থানীয় প্রশাসন। এখন কোন দিন মরদেহ দেশে যাবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।