কানাডা

টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)-র বার্ষিক উৎসব ২০ ও ২১ মে

ছবিতে নাটকের একটি ওয়ার্কশপে নাট্যকার প্রার্থপ্রতিম দেব এর সাথে অংশগ্রহণকারীরা

টরন্টো, ১৬ মে- বৃহত্তর টরন্টোর বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন টিএসএস এর বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ মে, ২০২৩ (শনিবার ও রবিবার)। ইটোবিকোর মাইকেল পাওয়ার সেন্ট জোসেফ হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত বর্ণিল এই উৎসব অনুষ্ঠিত হবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। চলতি বছরে সংগঠনটি ১৯ বছরে পদার্পণ করলো।

দুইদিন ব্যাপী এ উৎসবে যোগ দিতে আসছেন কলকাতা থেকে বিশিষ্ট সংগীত শিল্পী জয় সরকার, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য ও নাট্যকার পার্থপ্রতিম দেব। এছাড়া বিভিন্ন পরিবেশনায় থাকছে সম্ভয়া, নহন্যাতে, টিএসএস কয়্যার, স্মরণের প্রহরে ও অন্যস্বর টরন্টো।

অনুষ্ঠানের মান, সময়ানুবর্তীতা, সকল বয়সীদের জন্যে নান্দনিক উপভোগ্য বিষয়ভিত্তিক অনুষ্ঠানাদির কারণে ইতিমধ্যে টিএসএসএর বার্ষিক এ আয়োজন বাঙালিদের একটি অন্যতম সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। উৎসবের প্রধান লক্ষ্য হচ্ছে বাঙালী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া।

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য