যূক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ার লেকে পা পিছলে পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ক্যালিফোর্নিয়া, ০৭ জুলাই – যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে পড়ে ইসরাত আজিম মিম‌‌ (২৪) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ইসরাত আজিম মিম‌‌ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের ছোট মেয়ে। ইসরাত আজিম মিম‌‌ বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যয়নরত ছিলেন।

মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে ঘুরতে গেলে পা পিছলে পানির স্রোতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামাতো ভাই সাজিদ শান্ত সংবাদমাধ্যমকে বলেন, ইসরাত আজিম মিম‌‌ আমার ডলি ফুফুর মেয়ে। সে পরিবারের ছোট সন্তান। ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মোয়াম্মেল সংবাদমাধ্যমকে বলেন, নিহতের বাবা-মা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : বিডি২৪লাইভ


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য