বিজ্ঞান ও প্রযুক্তি

মেসেঞ্জারে সমস্যা, ‘টেক্সট-ছবি-ভিডিও পাঠানো যাচ্ছে না’

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যায় পড়েছেন। ছবি-ভিডিও-টেক্সট পাঠাতে গিয়ে হঠাৎ বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। সন্ধ্যা ৭টা ও এরপর সমস্যা বেড়েছে। ইন্টারনেট সেবা ও বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ডাউনডিটেক্টরও মেসেঞ্জারে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।

তবে মেটার অন্য প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামেও কেউ কেউ সমস্যা পেয়েছেন বলে জানায় ডাউনডিটেক্টর।

তবে মেসেঞ্জার বা এর মালিকানা প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কিছু জানানো হয়নি।

এম ইউ/০৮ জুলাই ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য