ক্রিকেট

ক্রিকেটের পাশাপাশি এসএসসিতেও সফল মারুফা

ঢাকা, ২৮ জুলাই – বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৪.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

তিনি বলেন, খেলা অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করতে পারিনি। মনে করেছিলাম পরীক্ষার ফল ভালো হবে না। কিন্তু আজ রেজাল্ট শুনে আমি খুব খুশি হয়েছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুলাই ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য