রাজবাড়ী

পাংশায় কলেজের অধ্যক্ষের বাসভবনে বোমা হামলার অভিযোগ

রাজবাড়ী, ১৭ অক্টোবর – রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে অধ্যক্ষের বাসবভবনে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরির জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলী। তিনি বলেন, রোববার রাত পৌনে ১০টার দিকে পরপর দুটি বোমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ঘরের বেলকনিতে এসে দেখি সম্পূর্ণ কম্পাউন্ড ধোয়ায় আচ্ছাদিত। তাৎক্ষণিক কলেজ ছাত্রবাসের ছাত্ররা বের হয়ে আসে। ছাত্ররাও ধোয়ার কুন্ডলী দেখতে পায় এবং বারুদের তীব্র গন্ধ বের হয়। পরে বোমার ধ্বংসাবশেষ পাওয়া যায়। এক সপ্তাহ আগেও অনুরূপ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তৈয়েবুর রহমান বলেন, এ ঘটনার সময় আমি ও মনজুরুল ইসলাম স্যার কলেজে ছিলাম। বিকট শব্দের পর অধ্যক্ষ স্যারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে আগুন জ্বলা অবস্থায় বোমার বিভিন্ন ধ্বংসাবশেষ পাই। এ সময় কলেজ ছাত্রবাসের ছাত্ররা সহ প্রায় ৬০-৭০ জন উপস্থিত ছিল।

ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মনজুরুল ইসলাম বলেন, আমাদের বর্তমান অধ্যক্ষ স্যার আসার পরে এই শিক্ষাঙ্গণে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন হয়েছে। যা অনেকেরই পছন্দ হচ্ছে না। আমরা মনে করি তারাই এই হামলার জন্য দায়ী। তারাই এই অরাজকতার মাধ্যমে কলেজের শিক্ষার সুষ্ঠ পরিবেশকে ধ্বংস করতে চায়।

বাংলা বিভাগের প্রভাষক ও কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সর্বোচ্চ মহলকে জানিয়েছি।

রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামনে পূজা রয়েছে বাচ্চারা আতশবাজি ফুটিয়ে থাকতে পারে। তবে আতশবাজি হলেও বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। আমাদের গোয়েন্দা টিম কজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য