ব্যবসা

কমেনি পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে আটার দাম

ঢাকা, ০১ ডিসেম্বর – পেঁয়াজের ঝাঁজ এখনও কমেনি। আমদানি করা পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে একশ ১০ টাকা আর দেশি একশ ২০ টাকা কেজি দরে। আটার দাম এ সপ্তাহেও বেড়েছে ৫ টাকা। তবে শীতের সব রকম সবজি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। আর বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকায়।

নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় বাজারে নেই সরবরাহ ঘাটতি; সাথে আছে আমদানি। কিন্তু তাতেও এখনও কমেনি দাম। আদা-রসুন আছে দুইশ থেকে দুইশ বিশ টাকার মধ্যে।

২ কেজি আটার প্যাকেটে দাম বেড়েছে ১০ টাকা। বিক্রি হচ্ছে একশ ২৫ টাকায়। তবে তেল ডাল চিনি মশলাসহ মুদি পণ্যের দাম এ সপ্তাহে স্থিতিশীল।

শীতের সবজিতে স্বস্তি বাজারে; ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি।

ছোট মাছের সরবরাহ বাড়লেও মাছের বাজারে ক্রেতার মানুষের মুখে হাসি নেই।

গরুর মাংস ৫শ’ ৯৫ বা ৬০০ টাকায় মিললেও বাজার ভেদে দাম রাখা হচ্ছে ৭০০ টাকা। খাসি বিক্রি হচ্ছে ১১শ’ টাকায় এবং মুরগি আছে আগের দামেই।

ডিমের হালি ৪০ টাকা, আর চালের বাজারে পাইজাম বিক্রি হচ্ছে ৫৫ টাকা আর নাজির শাইল ৭৮ থেকে ৮০ টাকায়।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩


Back to top button