মধ্যপ্রাচ্য

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫০

জেরুজালেম, ০৮ ডিসেম্বর – গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে।

এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

আর এসব নির্বিচার বিমান হামলায় ছোট্ট এ উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, বেশিরভাগ বিমান হামলাই চালানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি-ঘরের ওপর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

বাড়ি-ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল, হাসপাতাল, ক্লিনিক, দোকান এবং মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ।

আন্তর্জাতিক সংস্থা ডক্টর উইথআউট বর্ডার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোতে আহত মানুষের চেয়ে বেশি নিহত মানুষ এসেছে। এতে বোঝা যাচ্ছে, ইসরায়েলিরা যেখানে হামলা চালাচ্ছে; সেখানের প্রায় সব মানুষ প্রাণ হারাচ্ছেন।

দখলদার ইসরায়েলিরা গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের কথা বললেও; বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য