মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৮ জন নিহত

জেরুজালেম, ১৩ ডিসেম্বর – ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকার রাফাহ শহরে একই পরিবারের ৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাহর দিকে ছুটে আসায় পুরো শহরটি পরিণত হয়েছে একটি বিশাল উদ্বাস্তু শিবিরে।

এদিকে, খান ইউনিস এলাকার আল-নাসের হাসপাতালের পাশে আল-আমুদি পরিবারের আটজন সদস্য নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে এই হতাহতের ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে মৃত্যু ১৮ হাজার ২০০ ছাড়িয়েছে। পাল্টা জবাবে আইডিএফ’র ওপর লক্ষ্য করে গেরিলা হামলাও অব্যাহত রেখেছে হামাস।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য