রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী, ৩১ ডিসেম্বর – ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) ভোররাত ৩.৪০ মিনিট থেকে কুয়াশার কারণে পদ্মা নদীতে নৌযান চলাচলের জন্য মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচলন বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রোববার ভোর রাত ৩টার পর থেকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌ-পথ। এতে করে যে কোনো ধরনের নৌদুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে নদী পারাপার হতে আসা বেশকিছু যাননাহন নদী পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে। আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতের মধ্যে চরম দুভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ৩.৪০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনঃরায় ফেরি সার্ভিস চালু করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য