জামালপুর

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, ঝরলো ৩ প্রাণ

জামালপুর, ০২ জানুয়ারি – জামালপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার মোজাফফর হোসেন (৩৮), অটোরিকশাচালক শেরপুরের নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খোকন মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, উপজেলার নান্দিনা এলাকা থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আহতরা চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য