প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, পুলিশসহ নিহত ২
নেত্রকোনা, ২৬ জানুয়ারি – নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ওই পুলিশ সদস্য সাত দিনের ছুটি নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৪