জামালপুর

জামালপুরে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল

ঢাকা, ০৫ মে – নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, কমিশন প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন।

সম্প্রতি রফিকুল ইসলামের উপস্থিতিতে তার দুই সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অন্য প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় রফিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে তলব করে ইসি। পরে ব্যাখ্যা দিলে তাতে সন্তুষ্টি না হয়ে রফিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় কমিশন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ মে ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য