রোমে ১ প্রতিষ্ঠান ও ৫ প্রবাসী পেল রেমিট্যান্স পুরস্কার
রোম, ১০ জানুয়ারি- সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে ৫ প্রবাসী বাংলাদেশি ও ১ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯-জুন, ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের হাতে পুরস্কার তুলে দেন ইতালিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।
রবিবার (১০ জানুয়ারি) ভোরে রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বহিরাগতদের আনার ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড
২০২০ সালের ‘রেমিট্যান্স পুরস্কার’ প্রাপ্তরা হলেন- ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলা এসআরএল।
প্রসঙ্গত, বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে। এরই মধ্যে বিদেশে অবস্থিত বিভিন্ন বাংলাদেশি দূতাবাস প্রবাসীদের এ পুরস্কার দিয়েছে।
সূত্র: প্রবাস জার্নাল
আর/০৮:১৪/১০ জানুয়ারি