মনু-কুশিয়ারা-জুড়ী নদীর পানি বিপদসীমার ওপরে
মৌলভীবাজার, ১৯ জুন – উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে মৌলভীবাজার জেলার তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে নদী তীরবর্তী লোকালয়ের ৩৭টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।
বুধবার (১৯ জুন) বিকেল ৩টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার মনু, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টায় মনু নদীর পানি রেলওয়ে ব্রিজে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, চাঁদনীঘাট ব্রিজে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর ব্রিজে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ী নদী বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলাই বন্যাকবলিত হয়েছে। ৩৭টি ইউনিয়নের পাঁচ শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। জেলার প্রতিটি উপজেলার ইউএনওদের নিয়ে কমিটি করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৯ জুন ২০২৪