জাতীয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত পেলেন ফখরুলসহ ৬ নেতা

ঢাকা, ২২ জুন – দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির ৬ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ।

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় এ আমন্ত্রণপত্র বিএনপির অফিসে পৌঁছে দেওয়া হয় বলে জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

দাওয়াত কার্ডটি গ্রহণ করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ জুন ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য