ফরিদপুর

বোয়ালমারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফরিদপুর, ০২ জুলাই – ফরিদপুরের বোয়ালমারীতে মালঞ্চ ক্লাসিক বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা জানা যায়নি।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই তরুণ মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার বাইখীর সাইনবোর্ড এলাকায় ফরিদপুরগামী মালঞ্চ ক্লাসিক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ দুই তরুণ নিহত হন। তাদের বয়স আনুমানিক ১৯ ও ২০ বছর।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০২ জুলাই ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য