সাতক্ষীরা

সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে নারীর মৃত্যু, অসুস্থ ৫

সাতক্ষীরা, ২৯ জুলাই – সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে সানজিদা বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই। মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শাশুড়ি।

আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার বলেন, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। সবার পাতলা পায়খানা ও বমি হতে থাকে। এক পর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়। স্যালাইন ও ওষুধও খাওয়ানো হয়। কিন্তু রোববার দুপুরে বাড়িতেই মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় আমার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুলাই ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য