জাতীয়

এবার সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেপ্তার

ঢাকা, ১৯ আগস্ট – সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আজ রাতে ধানমন্ডি এলাকা থেকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে ডিএমপি। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৯ আগস্ট ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য