ত্রিপুরা

ত্রিপুরায় বন্যায় ২০ জনের মৃত্যু, ১৭ লাখ মানুষ জলাবদ্ধ

আগরতলা, ২৩ আগস্ট – ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ত্রিপুরা। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

২১ আগস্ট থেকে ত্রিপুরায় টানা বৃষ্টি হচ্ছে। ফলেত্রিপুরার বিভিন্ন জেলা বন্যায় আক্রান্ত। সরকারি হিসেব অনুযায়ী আক্রান্ত প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে তাদের রাজ্য এবং পার্শ্ববর্তী এলাকায় গত তিনদিন অত্যধিক বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এধরনের বৃষ্টিপাত আগে কখনো দেখিনি। বিশেষ করে গোমতী জেলা এবং তার আশপাশের এলাকায় গত তিনদিনে ৩৭৫ থেকে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ এত বেশি বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং আমরা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় ত্রাণকার্য চালিয়ে যাচ্ছি।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৩ আগস্ট ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য