জাতীয়

বন্যাকবলিতদের এক দিনের বেতন দেবে অর্থ মন্ত্রণালয়

ঢাকা, ২৫ আগস্ট – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবার বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সহায়তার এ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়া হবে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৫ আগস্ট ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য