কেরানীগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ১০
কেরানীগঞ্জ, ০৫ অক্টোবর – ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যার পরে বোডিং মার্কেট এলাকায় চলমান একটা ট্রাক একটি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে, ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেলের চুলায় গিয়ে পড়ে। এতে চুলার পাশে থাকা গ্যাস সিলেন্ডারটির বিস্ফোরণ ঘটে আশপাশের চার পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মরাদেহ উদ্ধার করে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রামেরকান্দা বিরিয়ানের দোকানে আগুনে এখন পযন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক দোকান থেকে পাশে থাকা আর ও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও নিশ্চিত করা যায়নি।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ অক্টোবর ২০২৪