যশোরে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিল জনতা
যশোর, ০৮ ডিসেম্বর – যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া অঙ্গসংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ গ্রাম গাংড়া থেকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দিলে গ্রেপ্তার হন রমেশ দেবনাথ। ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথ মনিরামপুর পৌর এলাকার গাংড়া গ্রামের মৃত অসিত দেবনাথের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই রমেশ দেবনাথ আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে গাংড়ার বিলে অবস্থান করছিলেন তিনি। স্থানীয়রা রমেশকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমেশকে গ্রেপ্তারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রমেশের বড় ভাই পরেশ দেবনাথ বলেন, বোরো মৌসুমে ধান আবাদে বাড়ির পাশে মাঠে বীজতলা তৈরির কাজ করছিল রমেশ। তাদের গভীর নলকূপ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার দিন প্রতিপক্ষ রমেশকে বেধড়ক মারধর করে পুলিশে দেয়। রমেশকে বাঁচাতে এগিয়ে এলে ছোট বোন মুক্তি দেবনাথকেও মারধর করা হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে মারধর করা এক রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুলিশ নিয়ে যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ নেতা রমেশ দেবনাথকে আটক করা হয়। পুরোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৪