ক্রিকেট

সৌরভ গাঙ্গুলীর মেয়ের গাড়িতে বাসের ধাক্কা

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি – বাস দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী কন্যা সানা গাঙ্গুলী। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে সানার গাড়িতে ধাক্কা দেয় বাসটি। এ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সৌরভ কন্যার গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবর, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন সানা। দুর্ঘটনার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সানার গাড়িতে। এক পর্যায়ে থেমে যায় গাড়িটি। তবে ভেতরে থাকা সানার ক্ষতি না হলেও গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় বাসের চালককে। সঙ্গে সঙ্গে সানাকে উদ্ধার করা হয়। তার মানসিক অবস্থা যেমন, তাতে তাকে ভয়মুক্ত করে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।

এই দুর্ঘটনার পর ডায়মন্ড হারবার রোডে সাময়িক যানজট তৈরি হয়।

সৌরভকন্যা সানা এই মুহূর্তে বেশিরভাগ সময় থাকেন লন্ডনে। সেখানেই তার পড়াশোনা এবং কর্মজীবন। সঙ্গে বেশিরভাগ সময় থাকেন মা ডোনা গাঙ্গুলী। মাঝেমধ্যে কলকাতায় যান সানা। এবার নতুন বছর উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কলকাতায় ছিলেন এই ক্রিকেটার কন্যা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য