পশ্চিমবঙ্গ

‘বাংলাদেশ সরকার যুদ্ধ বাঁধাতে চাইছে!’ অভিযোগ মমতার মন্ত্রীর

কলকাতা, ১২ জানুয়ারি – বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

শোভন দেব চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন। শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ নিয়ে এই বিতর্কিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের এই শ্রমিক নেতা। তিনি দাবি করেন, ইউনূস সরকার নিজেই খুব একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। অনাস্থার দিক থেকে মুখ ঘোরানোর জন্য তারা উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

শোভনদেব চট্টোপাধ্যায় আরও দাবি করেন, “আমাদের সীমায় যদি আমরা কাঁটাতারের বেড়ায় দিলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া দিতে দিচ্ছে না। বারবার আটকে দিচ্ছে কাজ।”

শোভনদেব আরও দাবি করেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নীরবতা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করছে বলেও তিনি বলেন। বিশেষকরে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে বলেও অভিযোগ করেন রাজ্যটির কৃষিমন্ত্রী।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা- দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি টানাপড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে।

মূলত সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনও কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্বপ্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এনিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়।

নিয়ম অনুযায়ী, সীমান্ত লাইন থেকে দেড়শ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লে. কর্নেল কিবরিয়া।

এরই পরিপ্রেক্ষিতে উত্তেজনা নিরসনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখা হবে বলে গত শুক্রবার জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে রাজ্যটির মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ জানুয়ারি ২০২৫

 


Back to top button