ক্রিকেট

নানা নাটকীয়তার পর অবশেষে ভারতের ভিসা পেলেন সাকিব মাহমুদ

ঢাকা, ১৭ জানুয়ারি – ইংল্যান্ডের আসন্ন সীমিত ওভারের সিরিজ খেলতে অবশেষে ভিসা পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ। শুক্রবার তিনি দলের সঙ্গে কলকাতা যাত্রা করবেন। আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে প্রস্তুত মাহমুদ।

পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ পেসার ভিসা জটিলতায় পড়ায় সংযুক্ত আরব আমিরাতে দলের প্রশিক্ষণ ক্যাম্প মিস করেছেন। একই স্কোয়াডের আদিল রশিদ ও রেহান আহমেদ আগেই ভিসা পেলেও মাহমুদকে অপেক্ষা করতে হয়েছে।

এটি মাহমুদের জন্য নতুন অভিজ্ঞতা নয়। ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের ভারত সফরের সময়ও ভিসা জটিলতার কারণে তাঁকে দলে রাখা যায়নি। এমনকি ২০২৪ সালে ল্যাঙ্কাশায়ারের প্রাক-মৌসুম সফরেও একই সমস্যার কারণে অংশ নিতে পারেননি তিনি। এর আগে অফস্পিনার শোয়েব বশীরও হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট মিস করেছিলেন একই কারণে।

মাহমুদের ভিসা জটিলতার কারণে আরব আমিরাতে পেসারদের প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেননি। জেমস অ্যান্ডারসনের নেতৃত্বে সেই ক্যাম্পে ছিলেন জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও মার্ক উডের মতো বোলাররা। ভিসা না পাওয়ায় মাহমুদের পাসপোর্ট ভারতীয় দূতাবাসে জমা ছিল, যার কারণে বৃহস্পতিবার দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনাটি ভেস্তে যায়।

২৭ বছর বয়সী মাহমুদ সাম্প্রতিক সময়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করেছেন। টানা দুইবার পিঠের চোটে পড়ার পর ২০২২ সালে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন। ২০২৩ সালের ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি সিরিজে ৯ উইকেট নিয়ে সিরিজসেরা হন তিনি। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন মাহমুদ, যার মধ্যে আছে ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট।

ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে মাহমুদ এখন নিজেকে নতুনভাবে প্রমাণ করার সুযোগ পাবেন। দীর্ঘ ভিসা জটিলতা কাটিয়ে ভারতের বিপক্ষে সিরিজটি তার জন্য হতে পারে নিজেকে আরও উঁচুতে তোলার মঞ্চ।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ জানুয়ারি ২০২৫

 


Back to top button