৪০ বছরের মধ্যে প্রথমবার, ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে
ওয়াশিংটন, ১৮ জানুয়ারি – ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে হচ্ছে ইনডোরে।আগামী সোমবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠান্ডা আবহাওয়ার কারণে এবার ইনডোরে আয়োজন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল গতকাল শুক্রবার ট্রাম্প লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক। তিনি বলেন, তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।
ট্রাম্প জানিয়েছেন, সমর্থকেরা ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন। এ জায়গাটি ২০ হাজার দর্শক ধারণ করতে পারে।
সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে।
সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৫