ক্রিকেট

দুঃসময়ে লিটনের পাশে রংপুর ও ঢাকা

ঢাকা, ১৯ জানুয়ারি – বিপিএলে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে চট্টগ্রামে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন লিটন দাস। কিন্তু হঠাৎ করে বেশ কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে ‘লিটন ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তবে লিটন চুপ করেই ছিলেন। কোনো প্রতিক্রিয়া দেখাননি।

এ ঘটনার পর অবশ্য চুপ থাকেনি তার দল ঢাকা ক্যাপিটালস। দুঃসময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে তারা। লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও।

বাজে ফর্মে থাকা লিটন বিপিএলে সম্প্রতি রানে ফিরেছেন। তবে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। এমন খারাপ সময়ে দর্শকের সমর্থনই আশা করেন সবাই। কিন্তু সেটা তো পানইনি, উল্টো কানের কাছে দুয়ো শুনেই হয়তো লিটন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।

মুহূর্তটি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট করায় সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এদিকে লিটনকে গ্যালারি থেকে দুয়ো দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নিজেদের অফিশিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধাবিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

লিটন এই পোস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের পেজে লিখেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের কাছ থেকে এমন দারুণ প্রতিক্রিয়া আমার মন ছুঁয়েছে। সবাইকে ধন্যবাদ, যাঁরা আমাকে ও অন্য খেলোয়াড়দের ভালো-মন্দে সমর্থন করেন। আপনাদের বিশ্বাসই আমাদের পৃথিবী।’

লিটনকে দর্শকের দুয়ো দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে রংপুর রাইডার্সও। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা, আমাদের দিয়েছেন উদ্‌যাপনের উপলক্ষ! আমরা সেই লিটন দাসকেই মনে রাখি, সমর্থন করি।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৯ জানুয়ারি ২০২৫

 


Back to top button