নেতাকর্মীদের রাজনীতির প্রশিক্ষণের প্রয়োজন আছে
ঢাকা, ২০ জানুয়ারি – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, শুধুমাত্র স্লোগান দিয়ে সামনের যুদ্ধ জয় করা যাবে না। সত্যিকার অর্থে রাজনৈতিক দলে পরিণত হতে হবে। তিনি বলেন, এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন, কে কেমন কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা চলছে। এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে দলের ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই আদর্শ রাজনৈতিক দলে পরিণত হতে হবে। ভবিষ্যতে নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে ভালো মানুষ এবং মেধার মানুষ দেখে দলে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের জরুরি ভিত্তিতে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতাকর্মীরা আমরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। গতকালই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিবস পালন হলো। এখানে দলের যে নেতাকর্মীরা আসে স্লোগান নিয়ে, একটা পতাকা নিয়ে আসে। সাধারণত ভাইদের পেছনে আসে, এসে সে ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকে। তারপরে স্লোগান দেয় পূর্ব-পশ্চিম। এটা রাজনীতি না। কোন রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। এ জায়গাটাতে আমাদের চরম দৈন্য আছে। এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এখন কমপালসরি করতে হবে প্রত্যেকটি জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ জরুরি করতে হবে।
তিনি আরও বলেন, সামনে যখন আমরা দলে রিক্রুট করব তখন যেন ভালো ও মেধাবী মানুষদের সদস্য করি। দল যেন সামনে আরও শক্তিশালী হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ জানুয়ারি ২০২৫