উত্তর আমেরিকা

হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ওয়াশিংটন, ২৩ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। খবর বিবিসির।

গতকাল বুধবার এই আদেশে সই করেন তিনি।

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।’

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।

গত নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি আক্রমণের পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এই হামলা চালাচ্ছে। লোহিত সাগরে মার্কিন সামরিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।

এই পদক্ষেপটি লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং এবং মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে সমালোচনামূলক সামুদ্রিক চোকপয়েন্টকে রক্ষা করার জন্য ইরান-সংযুক্ত গোষ্ঠীর উপর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে বাইডেন প্রশাসনের চেয়ে কঠোর অর্থনৈতিক জরিমানা আরোপ করবে।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘হুতিদের কার্যকলাপ মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক নাগরিক ও কর্মীদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৫

 


Back to top button