জাতীয়

সুরের ৩ লকার ভেঙে মিলল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ

ঢাকা, ২৬ জানুয়ারি – নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমান স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিম্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান।

প্রায় ছয় ঘণ্টার অভিযানে রবিবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ওই তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে।

বিষয়টি নিম্চিত করে দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান জানান, রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে অভিযান শুরু করলেও বিকাল তিনটার দিকে তারা লকার খোলার চেষ্টা করেন। বাংলাদেশ ব্যাংকের লকারে এস কে সুরের নামে থাকা তিনটি বক্স থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং এক হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের নোটিশের জবাব না দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গত ১৯ জানুয়ারি অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডিতে এস কে সুরের বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা জব্দের সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে, সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার (সেফ ডিপোজিট)। ২১ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা শাখা থেকে দুদককে ফিরতি চিঠি দিয়ে লকারের সামগ্রী স্থানান্তর স্থগিত করার তথ্য জানায়।

এরও আগে গত ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫

 


Back to top button