উত্তর আমেরিকা

বাইডেনের আটকে দেয়া ২ হাজার পাউন্ডের বোমাগুলো ইসরায়েলকে দেয়ার নির্দেশ ট্রাম্পের

ওয়াশিংটন, ২৬ জানুয়ারি – ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা সরবরাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপ করা স্থগিতাদেশ তুলে নিচ্ছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে সামরিক বাহিনীকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন তিনি।হোয়াইট হাউসের এক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাইডেন ও ট্রাম্প দুজনই ইসরায়েলের সমর্থক। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তবে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হচ্ছে। ইসরায়েলও কারাগারে আটক থাকা ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে।

নিজের ট্রুথ সোশ্যালে কোনো বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লেখেন, ‘এমন অনেক জিনিস, যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল; কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন পথে রয়েছে।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫

 


Back to top button