জাতীয়

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে চিকিৎসা দিয়েছি

ঢাকা, ২৭ জানুয়ারি – সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে নিজের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন বলে আদালতে দাবি করেছেন শেখ হাসিনা সরকারের সাবেক এ প্রভাবশালী প্রতিমন্ত্রী।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে এনামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী। অপরদিনে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।

শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে এনামুর রহমান আদালতকে বলেন, ছাত্র আন্দোলনের আহতদের আমার হাসপাতালে (এনাম মেডিকেল কলেজ হাসপাতাল) ফ্রিতে চিকিৎসা দিয়েছি। ২৯০ গুলিবিদ্ধকে চিকিৎসা দিয়েছি। ৫৭৬ জনকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি হাসপাতালে আর বাসা ছাড়া আর কোথাও যাইনি। এই মিরপুরের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো মিটিং-মিছিলে ছিলাম না। কোনো কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ কেউ দিতে পারবে না। শুনানি শেষে বিচারক আসামির ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত রোববার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০নং এজাহারনামীয় আসামি এনামুর।

সূত্র: কালবেলা
আইএ/ ২৭ জানুয়ারি ২০২৫


Back to top button