আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত
প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বিশ্বের ১০০ শহরের তালিকায় বায়ু দূষণে আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর।
আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
এ সময়ে ২১৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ২১৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কম্বোডিয়ার রাজধানী নমপেন, ২১১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর, ২০৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালার। ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। কিছু দিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকে রয়েছে রাজধানী ঢাকা।
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালির সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।
আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৫